শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: সুপারি বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৩ : ২৮Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে সুপারি বাগানে মৃত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল। গ্রামে হাতি ঢোকা রুখতে বে-আইনি ভাবে লাগানো বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার থেকে শক লেগে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায়। রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। হাতির মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ সেখানে জমা হন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চাষের জমি পেরিয়ে একটি সুপারি ও কলা বাগানে ঢোকার সময়েই সেখানে হাতিটি মুখথুবড়ে পড়ে যায় এবং সেটির মৃত্যু হয়। সুপারি ও কলা বাগানটির চারপাশে জি.আই তারের বেড়া লাগানো ছিল। সকালে তাতে বিদ্যুতের সংযোগ না থাকলেও রাতে গ্রামে হাতি ঢোকা রুখতে এবং হাতির হানা থেকে ফসল বাঁচাতে ওই তারে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে থাকত বলে মনে করা হচ্ছে। ওই তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হতে পারে। এর আগে এই এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আরোও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি শনিবার রাতে ওই এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছিল। বাজ পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে কি না সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন বনকর্মীরা। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়, মাদারিহাট পঞ্চায়েত সমিতির সদস্য রসিদুল আলম, বন-ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ন সিনহাও ঘটনাস্থলে আসেন। হাতির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান ইলেকট্রিক শক খেয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে, তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



05 24